About Prof. Dr. Muhammad Mahbub Hussain

অধ্যাপক ডাক্তার মুহম্মদ মাহবুব হোসেন - পরিচিতি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের প্রতিষ্ঠাতা ও সাবেক বিভাগীয় প্রধান | Founder & former Head of the Department of Hepatology at Rangpur Medical College Hospital

পেশাগত যাত্রা | Professional Journey

অধ্যাপক ডাক্তার মুহম্মদ মাহবুব হোসেন বাংলাদেশের অন্যতম প্রখ্যাত হেপাটোলজিস্ট ও গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হেপাটোলজি বিভাগ প্রতিষ্ঠা করেন এবং এর সাবেক বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ২৫+ বছরের অভিজ্ঞতায় হাজারো রোগীর জীবনে স্বস্তি এনেছেন।

Professor Dr. Muhammad Mahbub Hussain is one of Bangladesh's most renowned hepatologists and gastroenterologists. He founded the Hepatology Department at Rangpur Medical College Hospital and served as its former head. With over 25 years of experience, he has brought relief to thousands of patients' lives.

শিক্ষাগত যোগ্যতা | Educational Qualifications

MBBS

IPGMR (P.G. Hospital) এর দ্বিতীয় ব্যাচের গর্বিত এমবিবিএস ছাত্র। Bachelor of Medicine, Bachelor of Surgery from IPGMR (P.G. Hospital), second batch.

MD (Hepatology)

বিএসএমএমইউ (পি.জি. হাসপাতাল) থেকে এমডি (হেপাটোলজি) ডিগ্রি অর্জন। Doctor of Medicine in Hepatology from BSMMU (P.G. Hospital).

FCPS Training

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল (মিটফোর্ড) থেকে এফসিপিএস দ্বিতীয় অংশের প্রশিক্ষণ সম্পন্ন। Completed FCPS second part training from Sir Salimullah Medical College & Hospital (MITFORD).

MAGA

Member of American Gastroenterological Association (MAGA) - আমেরিকান গ্যাস্ট্রোএন্টেরোলজিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্য।

কর্মজীবনের অর্জন | Career Achievements

হেপাটোলজি বিভাগের প্রতিষ্ঠাতা

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হেপাটোলজি বিভাগ প্রতিষ্ঠা করেন এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। Founded and headed the Hepatology Department at Rangpur Medical College Hospital.

সরকারি চাকরিতে যোগদান

১০ম বিসিএস থেকে সরকারি চাকরিতে যোগদান করেন। Joined government service from the 10th BCS (Bangladesh Civil Service).

চিকিৎসা সেবায় অবদান

২৫+ বছর ধরে লিভার ও গ্যাস্ট্রোএন্টেরোলজি ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। Over 25 years of outstanding contribution to liver and gastroenterology medicine.

বিশেষজ্ঞতার ক্ষেত্র | Areas of Expertise

হেপাটোলজি | Hepatology

  • • লিভার সিরোসিস চিকিৎসা
  • • হেপাটাইটিস ব্যবস্থাপনা
  • • ফ্যাটি লিভার চিকিৎসা
  • • লিভার ক্যান্সার নির্ণয়

গ্যাস্ট্রোএন্টেরোলজি | Gastroenterology

  • • এনডোস্কোপি পদ্ধতি
  • • কোলোনোস্কোপি
  • • IBS ব্যবস্থাপনা
  • • পেপটিক আলসার চিকিৎসা

ইন্টারভেনশনাল পদ্ধতি | Interventional Procedures

  • • এন্ডোস্কপিক ব্যান্ড লিগেশন
  • • অ্যাসাইটিক ফ্লুইড স্টাডি
  • • লিভার বায়োপসি
  • • পলিপেকটমি

চিকিৎসা দর্শন ও পদ্ধতি | Medical Philosophy & Approach

রোগী-কেন্দ্রিক পদ্ধতি | Patient-Centered Care

প্রতিটি রোগীর সাথে ব্যক্তিগত যত্ন নিয়ে আলোচনা করেন এবং তাদের সমস্যা বুঝে চিকিৎসা পরিকল্পনা করেন। Each patient receives personalized care with detailed consultation and tailored treatment plans.

প্রমাণ-ভিত্তিক চিকিৎসা | Evidence-Based Medicine

আন্তর্জাতিক গাইডলাইন অনুসরণ করে এবং সর্বশেষ গবেষণার ভিত্তিতে চিকিৎসা প্রদান করেন। Follows international guidelines and provides treatment based on the latest research findings.

প্রতিরোধমূলক চিকিৎসা | Preventive Medicine

রোগ চিকিৎসার পাশাপাশি প্রতিরোধের উপর গুরুত্ব দেন এবং জীবনযাত্রার পরিবর্তনের পরামর্শ দেন। Emphasizes prevention alongside treatment and advises on lifestyle modifications.

সমন্বিত চিকিৎসা | Multidisciplinary Care

অন্যান্য বিশেষজ্ঞদের সাথে সমন্বয় করে রোগীর সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করেন। Collaborates with other specialists to ensure the best possible patient outcomes.

রোগীদের মতামত | Patient Recognition

"অধ্যাপক ডাক্তার মুহম্মদ মাহবুব হোসেন তার দক্ষতা, অভিজ্ঞতা এবং সেবার মনোভাবের জন্য রোগী ও তাদের পরিবারের কাছে অত্যন্ত সম্মানিত। তার চিকিৎসা পদ্ধতি আধুনিক এবং কার্যকর।"

"Professor Dr. Muhammad Mahbub Hussain is highly respected by patients and their families for his expertise, experience, and service-oriented approach. His treatment methods are modern and effective."

About Prof. Dr. Muhammad Mahbub Hussain – Hepatologist in Dhaka

অধ্যাপক ডাক্তার মুহম্মদ মাহবুব হোসেন ১৯৬৩ সালের পহেলা মে কুষ্টিয়া জেলার খোকসা থানার অন্তর্গত কমলাপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম আলহাজ্ব মৌলভী মুহম্মদ মমতাজ উদ্দিন আর মাতার নাম বেগম রাহাতুন্নেসা। সাত ভাই এবং দুই বোনের ভেতর লেখকের অবস্থান তৃতীয়।

শিক্ষা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ডাক্তার মুহম্মদ মাহবুব হোসেন তার প্রতিভার স্বাক্ষর রাখতে পেরেছেন। লেখকের ছোটবেলার প্রাইমারি স্কুল জীবন শুরু হয় নিজ গ্রামের কমলাপুর ফ্রি প্রাইমারি স্কুল দিয়ে। কমলাপুর প্রাইমারি স্কুল থেকে ফাইভে স্কলারশিপ পেয়ে তিনি পরবর্তীতে হাই স্কুলে উত্তীর্ণ হন। হাইস্কুল জীবন শুরু হয় স্বনামধন্য খোকসা জানিপুর পাইলট হাই স্কুলে। হাই স্কুলে তিনি ক্লাস এইটে প্রথম গ্রেডে বৃত্তি পান এবং কুষ্টিয়া জেলার ভেতরে প্রথম স্থান অধিকার করেন। ১৯৭৯ সালে এসএসসি পরীক্ষায় পাঁচটি বিষয়ে লেটার সহ সেন্টার ফার্স্ট হয়ে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। লেখকের কলেজ জীবন শুরু হয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে। তিনি ওই স্কুল থেকে কৃতিত্বের সাথে উচ্চমাধ্যমিক শেষ করেন।

১৯৮২ সালে তিনি এমবিবিএস পড়ার জন্য তৎকালীন স্বনামধন্য চিকিৎসা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান আইপিজিএমআর (Institute of Post Graduate Medicine and Research, সংক্ষেপে পিজি হাসপাতাল)-এ ভর্তি হন। এবং সেপ্টেম্বর ১৯৮৮ সালে তৎকালীন পিজি হাসপাতাল থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস সম্পূর্ণ করেন। তিনি পিজি হাসপাতালের দ্বিতীয় এবং শেষ ব্যাচের ছাত্র ছিলেন।

তিনি ১৯৯১ সালে গেজেট প্রাপ্ত হয়ে দশম বিসিএস-এ সরকারি চাকুরীতে যোগদান করেন। দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা সেবা দিয়ে তিনি ২০০২ সালে এফসিপিএস মেডিসিনে পার্ট ওয়ান করেন এবং এমডি (হেপাটোলজি)-তে বিএসএমএমইউ-এ উত্তীর্ণ হন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এফসিপিএস মেডিসিন সেকেন্ড পার্টের ট্রেনিং সম্পন্ন করেন। ২০০৮ সালে তিনি এমডি হেপাটোলজি সম্পন্ন করে সহকারী অধ্যাপক পদে পদন্নোতি লাভ করেন এবং রংপুর মেডিকেল কলেজে যোগদান করেন। পর্যায়ক্রমে তিনি সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে একই মেডিকেল কলেজে পদন্নোতি লাভ করেন। তিনি রংপুর মেডিকেল কলেজে একটি পূর্ণাঙ্গ লিভার বিভাগ চালু করেন যা এখন পূর্ণমাত্রায় কার্যকর এবং উত্তরবঙ্গের প্রায় দুই কোটি মানুষের লিভার রোগের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

লিভার বিষয়ক অধিক জ্ঞানার্জনের জন্য তিনি ভারতের বিভিন্ন প্রদেশসহ মিশর, তুরস্ক (ইস্তানবুল), মরক্কো, ইন্দোনেশিয়া, হংকং, ফিলিপাইন, জাপান, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত লিভার বিষয়ক সায়েন্টিফিক সেমিনারে যোগদান করে আসছেন। এছাড়াও সিঙ্গাপুর, কাতার, ইউনাইটেড আরব এমিরেটস (দুবাই), সৌদি আরব, থাইল্যান্ড ভ্রমণ করেছেন।

তিনি বাংলাদেশের Association for the Study of the Liver Disease Bangladesh (ASLDB), বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU) হেপাটলজি অ্যালুমনাই এবং Asian Pacific Association for the Study of the Liver (APASL) লিভার রোগ বিষয়ক প্রতিষ্ঠান গুলোর একজন সক্রিয় সম্মানিত সদস্য। তার গবেষণা মূলক প্রবন্ধ সমূহ দেশ-বিদেশের বিভিন্ন সনামধন্য জার্নালে প্রকাশিত হয়েছে। এ যাবৎ পর্যন্ত বিভিন্ন জার্নালে প্রকাশিত তার আর্টিকেলের সংখ্যা কুড়ির অধিক।